স্বর্গসুখের প্রত্যাশা ছিলো
স্বর্গদুখের ঠিকানা পেলাম ...অজান্তে ...


গৈরিক বা কালো আলখাল্লা এক নয়
তবুও ইচ্ছে বদলে একাকার ...


কমলার খোসা ছাড়িয়ে প্রথম নিবেদন,
পুজোর নৈবেদ্য যখন তখন ....


পেঁয়াজে - বটিতে জল অপরিচিত,
তবুও উদগীরণ উদগত ...হঠাৎ কখনো ...


যাদুকরী হস্তচালনায় সব শুনশান...
সাফসুফ ...ডেটলে ধোয়া মন...


উদগ্র কামনা শিকার ...নিশ্চিত ভ্রমণ...
তবু টিকলো না...নেয়ে নাও ছাড়া ....


ইতিহাসে ...কত না হারানো ব্যথা ...
আমার জন্যে আর নৌকো নেই.....


আকাশে বড় লোভ হয়...কত মুক্ত...
হায়! কেন আগে তা দেখিনি ...


*** একটি সাম্প্রতিক ঘটনার ছায়ায়।