অভিশপ্ত এক পৃথিবীর খণ্ড আলপনা!
সমস্ত ফুটপাত জুড়ে নৃত্য তাথৈ থৈ
বেশ নির্বিঘ্নেই,
অথৈ কোনো নদীর কূলে, কূল সন্ধান।


ভোরের নিয়নবাতি রোজ সময়ে নেভে!
সূর্য মাঝেমধ্যে গড়িমসি করেনা তা নয়,
নিশ্চিতভাবে কিন্তু
তাদের নিয়েই সুখে মায়ের বুকে শৈশব।


প্রতিশ্রুতি ঝড় ময়দানে, মিষ্টিমুখ ভাষন!
কখনো দুধ এনে দেয়না, যাতে মা বাঁচে;
শ্যামাপোকার মতো
তবু মিছলে নিয়মিত যায় রুটির রুটিনে।


বাহারি পতাকা জীবন রঙ নিয়ে ভাবেনা!
ঘুমিয়ে অপেক্ষা ভুলে চাপা পড়ার জন্যে,
অথচ কেবলমাত্র
মোহময়ী চাঁদ নিঃশব্দে চুমু দেয় কপালে।