শৈশব কেটেছিল রাঙ্গামাটির কোলে,
সাগর বা পাহাড়ে ভয় তো তাই কাটেই নি
এমনকি শহরের আলোতেও ভয়!
এতো আলো আর সহ্য হয়না মোটে
যেন প্রদীপের সাথে চিরস্থায়ী আড়াআড়ি!


মাঝে মাঝে শখ করেই
শহুরে বড়বাবুরা চড়ুইভাতি করে,
এলাহি কাণ্ডে কিন্তু কোনো ধোঁয়ার গন্ধ নেই!
তবুও চলে গেলে কিছু উচ্ছিষ্ট যত্রতত্র,
সেটাই বা এমন মন্দ কিসের?


আজও স্বপ্নে বাঁচে খণ্ড খণ্ড জীবন নিয়ে,
একত্রিত হয় কখনো বা-
ওরা বুঝে গেছে রাঙ্গামাটির সবুজে
নীল শিবের সেই গাজন ভাঙতেই হবে,
আর সেখানেই থাকবে উপার্জিত স্নেহবন্ধন!