ছোট্ট বেলায় স্মৃতির ভেলায়
ভাসতো যখন তরী,
ফিরে পেতাম ভুলে যেতাম
গাইতো মনের পরী।


কাদা মাঠে খেটেখুটে
একখানা গোল দিলে,
গেঞ্জি ছিঁড়ে জাপটে ধরে
ফেলতো মুশকিলে।


ঘরে ফিরে চুপটি করে
পোশাক ধুয়ে দিয়ে,
খাটের কোণে আপন মনে
বসতাম বই নিয়ে।


মা ঠিক বুঝে সবার মাঝে
তেমন কিছু কয় না।
কোনো সেরা কাণ্ড ছাড়া
এমন তো আর হয় না!


রাত্রে বলে, "দুষ্টু ছেলে
গেঞ্জি কোথায় ছিলো?"
"দারুন গোলে সবাই মিলে
জামাটা ছিঁড়ে দিলো।"


"যা হয়েছে বেশ হয়েছে"
বলেই লুকিয়ে মা,
আদর করে সোহাগ ভরে
বললে, "ঘুমিয়ে যা।"