একটানা চাপা সুরে ঝিঁঝিপোকা,
ঝিরিঝিরি বাদল ধারা সুপ্ত,
সকালে সূর্যে মধুপ দেখেছি,
রাঙা ফুল! তাও ছিলো পর্যায়ে।


সূর্য অস্তে ... মেঘে ঢাকা চাঁদ,
ইচ্ছেমত চামচিকের নাচ,
কাগজের পাতাগুলো ভিজে গেছে,
বাগান জুড়ে আলো নেই, তমসা।


আমি কোণে বসে খুঁজছি জীবন,
মনভোমরা কৌটো বন্দী ছিলো,
কোথায় রেখেছি... খুঁজে হয়রানি,
অাঁধার শুধুই তামাশা করছে।


কেউ কি আড়ালে থেকে...ভয়ে আমি...
এমনি রাতেরা এসে চলে যায়,
নির্ঘুম রাত  যন্ত্রনা বোঝে না,
স্বপ্ন শুধু ক্লান্তি রেখে যায় ....।