আজ
বসে বসে সারাবেলা শুধু খেলা
মনের রঙিন বুদ্বুদ হারিয়ে যায়
মেরুদণ্ড আলস্য ভেঙে এগিয়ে যায়
সুপারি মউলের গন্ধ পেয়েছ কখনও
অসম্ভব মাদকতায় ভরা
তবু উপরের বাতাসে তা মিলিয়ে যায়।


একবার
তোমার কোমল আঁখিপল্লবে বৃষ্টি দেখেছি
এখন আর তা নজরে পড়ে না
হয়তো তাও মিলিয়ে গেছে দুরন্ত হাওয়ায়
শুধু রেখে গেছে কোথাও ধুকপুক ...।


তোমার
জগৎ আজ অতি ব্যস্ততায়
সেখানে আছে লজ্জায় রাঙা কৃষ্ণচূড়া
তুমি বলেছিলে, কষ্ট তুমি ভালবাসো
তাই ভালো
তবু ভালো থেকো।


চাই না
রঙিন পর্দা আর
সাদা কালোই ভালো
সেখানে মুখরিত হয়ে তুমি
সব ঘুমছাড়া রাত সাজিয়ে রেখো
শুধুমাত্র আমার প্রতীক্ষায়
এখন ঘননীল ডাকছে তোমায় ...।