সামাজিক অধিকারে কীট ঘোরাঘুরি করে
এদিকে ওদিকে,  দু এক দংশন ফের ডুব
স্বপ্নকন্যা আসে একগুচ্ছ সাদা পাতা হাতে
ইতিহাস হবার লোভে ওখানে ভীড় করে।


বেতারে ঝড়ের পূর্বাভাস দিচ্ছে ঘন ঘন
সাদাপাতা উড়েই যায় ; অনাথ পোকা মরে,
অধিকার, ইতিহাস সব স্বপ্ন - রাজবন্দী।
মরেছে বাকিগুলোও, কিন্তু তাই কি সম্ভব?


কীটেরা মরে না, মরে নি!  শুধু লুকিয়ে আছে।
নতুন দংশনে প্রস্তুতি চালায় আরবার
অবিরাম টানাপোড়েন বলেই মনে হচ্ছে
মেঠো গন্ধে  আ্যন্টিবডি টক্সিন ছড়াতে হবে।