অনাদরে পড়ে থাকা সবুজের কথা,
নীলিমায় উড়তে থাকা স্বপ্নের গান,
এদের টুকরো টাকরায় তৈরী বার্তা,
বেঁচে থাকার অনিয়মেই দুরন্ত তান।


গাছের থে‌কে গাছে ছড়িয়ে রয়েছে
ভয় ছাড়া বহু পাখির  কিচিরমিচির,
সন্ধ্যায় সব কণ্ঠই সমলয়ে হয়েছে!


তারপর রাতজাগা পাখিদের সময়,
একটু আধটু অনিশ্চিত  আচ্ছন্নতা!
সময়ে অপেক্ষার আকাশ লাল হয়।


বাউলের একতারা বেজে ওঠে সুরে,
বনে উপবনে  জাগ্রত কবিতার ভাষা,
ভোর কড়া নাড়ে পূবের দিগন্ত জুড়ে,
লালাভ আভাসে ওই মৃত্যুঞ্জয়ী আশা।