কোকিলটা ডাকতে ডাকতে ক্লান্ত হয়ে গেল,
একরাশ বসন্ত সাজিয়ে লোকটা নির্বাক!
শুধু হাতে মুঠোফোন নিয়ে একা বসে আছে,
কেউ আসছে না, আসছে না ওপারের কথা।


বেশ কদিনই ওপার থেকে সাড়া মিলতো।
সাত সমুদ্দুর পারের কন্যে ফোনে বলতো,
"বেশ তো শুনতে পাচ্ছি রোজ কোকিলের কুহু!
ওই কি তোমার বসন্তের মদত জোগায়? "


কিন্তু অাজ সবকিছু সাজিয়ে লোকটি একা।
ওকে মনমরা দেখেই কোকিলের ব্যস্ততা,
ও অকৃত্রিম বসন্ত পরিবারেই জড়িত যে!
বেশ বুঝে গেছে, আজ কেউ গান শুনবে না!


সময় পেরিয়ে গেছে, এত দেরী সে করে না।
ক্লান্ত কোকিল তাই উড়ে চলে গেল সুদূরে,
কোকিলাকে আজকে তার খুবই দরকার।
তবে কি বসন্ত হারিয়ে গেল গ্রীষ্মের কবলে?


সেই দাবদাহ...সেই তৃষ্ণা ...সেই উড়ে চলা.. .