ওরে, ফুলটা মাটিতে পড়ার সময়ে
পা ছুঁয়ে গেছে।
ঝুড়িতে রাখিস নে আর...
গুরুজনেরা বলে।


আচ্ছা!  ফুলেরও তো সাধ জাগে
ঠাকুরের চরণ ছোঁয়ার,
একটু কাছে আসার,
তার দোষ কই?


বড় হতে গিয়ে রোদ জলও
ফুল একই ভাবে সয়েছে ।
সয়েছে ঝড়ের দাপট,
তোমাদের মতোই।


শুঁয়োপোকার লক্ষ্য এড়িয়ে,
তোমাদের কিছু সহায়তায়,
রূপে ভরাবে দেবতার আসন
তাই তো ও পাপড়ি মেলেছে।


তবে সামান্য ঘটনায়
এতো কেন বঞ্চনা?
অসতর্ক মালীর কি এতে
কোনো দায় বর্তায় না?


পৃথিবী,
আজও ভালোবাসি তোমাকে।
তাই সমস্ত বিচারের ভার তোমায় দিয়ে,  
এই অঞ্জলিটা রেখে গেলাম।