কেউ তোমাকে আকাশ এনে দেবে না কক্ষণো,
শ্বাস নিয়ে বাঁচতে হলে চলার পথ খোঁজ।
বেশি হলে হাঁটি..হাঁটি..পা..পা..; দুই একবার,
অনেকে তো তাও পায় না-তবু চলতে হয়।


তোমার জন্য কেউ দাঁড়াবে না-সময় কম!
যাকে বন্ধু ভেবে এগোচ্ছো-সে তো বন্ধুই নয়,
বন্ধু হলে,সে তোমার সময় কেড়ে নিতো না।
কিন্তু মন্ত্রমুগ্ধ বলেই-তুমি তা বুঝবে না।


কিছু সতর্ক তো করতেই হবে-আমি যে মা,
নিজ অধিকার রাখতে গেলে-বলতেই হবে।
তুমি ভাবতে পার-আমাকে কোনো শত্রুপক্ষ  ;
তবু সৃষ্টি বিকাশে লড়াইটা জিততে চাই।


কেউ জানুক না জানুক, তুমি জানো না জানো -
আমাকে আমার কাজ যে করে যেতেই হবে,
একদিন যেভাবে তোমায় হাঁটা শিখিয়েছি ,
তেমনি ভাবে, চলার পথ গড়াও আমার কাজ।


জেনে রেখ, পরগাছা হয়ে বাঁচা - বাঁচা নয়!
বাঁচতে গেলে লড়তে হবে। আমিও লড়েছি!
খুব বেশি হলে আমি মনোবল দিতে পারি,
অন্তিম যুদ্ধ জয়- তোমাকেই ছিনিয়ে নিতে হবে।


কবিতাটি ৩০/৩/১৭ তে প্রকাশ পায়। অসাবধানতাবশত মুছে যাওয়ার ফের
আজ দেওয়া হলো।