বৃষ্টিকে আর থেমে যেতে বলোনা,
ওইখানেতেই লুকিয়ে রাখি কান্না।


শ্রাবণ ধারা  শুধুই কি বান ডাকে?
কাঁদিয়ে সবুজ সে উদাসীন থাকে।


সবল  বাতাস আছড়ে যখন পড়ে,
লক্ষ  প্রদীপ জ্বালে  মনে মন্দিরে।


বোবাভাষা  জানতে দেয় না কিছু,
রূপকথার ও কন্যেরই মাথা নীচু।


তাই এখনো  মেঘলা আকাশ খুঁজি,
সেটা পেলেই জীবন রাখবো বাজি।