এখনকার এই পৃথিবী
বড়ই গতিশীল,
সুখে দুখে তোমার পাশে থাকবে
এমন উদ্বৃত্ত সময় কোথায়?


অস্তিত্ব রক্ষার ভীড়ে
একান্তই যদি লড়তে চাও,
খানিকটা কাদামাটি নিয়ে
সামনের সেতুটায় ফাঁক পূরণ করো।


তোমার মতো নিরীহ অতিথি নিয়েও
দেখবে একদিন সেতু গড়বেই,
দেখবে মানব বন্ধনে সেও
পাবে উচ্চ স্থান।


নিজেই শুন‌তে পাবে
তোমার চারপাশে বহু কোলাহল,
ওরা খুবই একাগ্র হয়ে
মাটির সততা পরীক্ষায় ব্যস্ত!


ওরা আদিম, অকৃত্রিম অবয়ব!
সবাই ছিলো, সবাই আছে
সবাই থাকবে অনন্তকাল,
যদি একবার কাদামাটি খোঁজো।