একটি লিটল ম্যাগের প্রতিনিধি হয়ে,
আমন্ত্রিত ছিলাম বইমেলায়,
বিশাল আয়োজনে চোখ ধাঁধিয়ে গেল,
আমাদের দল থেকেই এক কবির-
একটি কবিতা আমাকে মুগ্ধ করলো,
উদ্বাস্তুদের করুণ কাহিনী নির্ভর লেখা।
অনেক কবিতার ভীড়েও ভুলতে পারলাম না।


এবার দুপুরের খাওয়ার পালা,
সকালে পিঠেপুলির আয়োজন ছিলো,
তিন প্যাণ্ডেলে খাওয়ানো হচ্ছিল,
একটিতে ভীড়ে গেলাম।
আমাদের সাথেই গ্রামের সব বাসিন্দার ছিলো,
একসাথে সবাই , গাঁয়ের গন্ধে মন ভরপুর  !
কুর্নিশ জানাই, সাবাশ বইমেলা।
একই খাবার সমান আসনে আয়োজন!  
মনটা ভরে গেল।
অন্তত একদিন ওরা তো খাবার সুযোগ পেল,
সেটাই বা কম কি?


এবারে হাতধোয়া,
আমরা আবার একসঙ্গে,
কানে এলো সেই ভালো লাগা কবির কথা,
"এটা কিন্তু বইমেলা ভালো করলো না,
কবি আর ভিখিরির একই আসন?
না, না, কোনো মানে হয় না। "


আমার চোখের ওপর দিয়ে,
কবিমুখ নিমেষে হারিয়ে গেল,
আমি সেই বাঘের মুখটা দেখলাম।


ওর কবিতায়,
যাকে চিত্রিত করা হয়েছিল,
অমানবিক, অমানুষ বলে,
সেই এখন আমার কাছাকাছি দাঁড়িয়ে !


মন আর কলম বা কলম আর কবিতা ,
কিভাবে একটি কবির আলাদা আলাদা হয়,
জানা ছিলো না।  সত্যিই জানা ছিলো না!!
অথচ সামান্য ঘটনায় জানতে হলো।
জানতে হলো বিকৃত বাঘের মুখ দেখে,
আস্থা হারাতে হারাতে ভাবছিলাম,  
শেষে কি আমিও ....