শ্রান্ত নদী অনেকটা পথ ঘুরে,
এসে পৌঁছায় সঙ্গমের কিনারে।
কী উচ্ছ্বাসে মিললো কেউ কি জানে?
নির্ভয় তাই , হারালো সঙ্গোপনে।


সাগর এলো ভাসাবে বলে তাকে,
তাই তো সে আজ নিশ্চিন্তেই থাকে।
যখন এসে লাগবে বেগে হাওয়া,
গতির ফেরে নতুন পথে ধাওয়া।


ভাঁটার টানে সে কূল খুঁজে পায়,
মিলন সুখে জোয়ার ভুলে ধায়।
দোঁহের দেখা এক মোহনা পারে,
লক্ষ্য যদিও মিলন পারাবারে।