ওরে আমার যতন করে
খাঁচায় রাখা বুলবুলি,
উড়বি কবে কেউ জানেনা
দেব তোরে দ্বার খুলি।


রুখবে কে এই যাত্রাপথে
আকাশে যাবি সুর তুলি,
বুক ভরানো সাড়া জাগানো
বড়ই সাধের বুলবুলি।


পিছন পানে ছুটে কিছু
আবার সবে চুপচাপ,
তখন তো তুই অনেক দূরে
নেই যে কোন শোকতাপ।


একটা সাগর রেখে চলে যাস
অন্য সাগরে ডুবতে,
যেথায় পাবি অমৃত স্বাদ
সেইখানে চাস উড়তে ।