বহুরূপে বর্তমান চিনিতে পারি নি,
খেলাচ্ছলে আশৈশব খেলিছ মোহিনী।
যৌবনে মৌবনে রাঙা জীবনের রূপ,
অগ্নি ঘৃতাহুতি দিয়ে তবুও নিশ্চুপ।
পুড়িয়ে নকল স্বর্ণ বাছি লহ গিনি,
কটাক্ষে দহন লহে নীলকণ্ঠে জিনি।
অর্গলে রহ না বন্দী মাতৃস্বরূপিনী,
খেলা তব পূর্ণ করো জীবনদায়িনী।


দেবীগণে জগন্মাতা বিশ্বপ্রসবিনী,
সন্তান মঙ্গলে মাগো গর্বিত নন্দিনী।
করাল বদনা মাতা ক্ষমা নাহি জানো,
দৃঢ়হস্তে দমনের বজ্রাঘাত হানো।
এক হাতে শতদল অস্ত্র অন্য হাতে,
বিশ্বরক্ষা শান্তিবার্তা আনো সুপ্রভাতে।