রূপালি চাঁদ ঝুলে থাকে
বাবুই বাসার মতো
হীরকদ্যূতি নিয়ে আকাশের ডালে
কবির কলমও হানা দেয়...


আঁকিবুকি দিয়ে স্বপ্নজালে
জন্ম নেয় হাজারো কবিতা অবিরাম
ডানা মেলে উড়তে চায়
নীহারিকা পুঞ্জের শ্বেত সমারোহে...


কেন তবু কলঙ্ক চাপাও
দেখো নাকি ক্রমশ মলিন হয়
সদ্যোজাত প্রতিপদের হাসি
অনাদরে ঝরে চন্দ্রমুখীর চোখের জল...


কুয়াশার ওড়না দিয়ে ঢাকা
ঘাসের ডগার নিশাজল তবুও অপেক্ষায়
হয়তো আবারও ফুটবে কলি
দিনমানে আসবে নতুন গোলাপ ভোর...