জানা  বা অজানার  ওই  পথে,
ভেসে চলে যেন কল্পনা স্রোতে-
জীবন যাত্রারই সেরা ইতিহাস!
জাগতিক ধারা ছুঁয়ে,ধরে রাশ।


কুঁড়ি থে‌কে ফুল এক স্পন্দন,
শক্তির সঞ্চয়ে নতুন আবর্তন।
পূর্ণতায় রঙ্গমঞ্চে আনাগোনা,
অবশেষে ব্যর্থতায় দিনগোনা।


প্রাণ আছে বলে শরীর আছে,
এত ভালবাসা অরণ্যে সাজে!
প্রাণান্তে নবীন চলা পঞ্চভূতে,
দিনশেষের মোহ নিকষ রাতে...