সব ভুলে গেছি
মিথ্যে কথা,
স্মৃতিভ্রংশ না হলে।

বেশ ভালো আছি
মিথ্যে কথা,
বোধশক্তি না হারালে।

আর কিছু চাই না
মিথ্যে কথা,
গোপনতা না বাড়ালে।

অমৃতের স্বাদ চাই
সত্যি কথা,
অমৃতের পুত্র বলে।