ষোলো কোটির গয়না গায়ে,
দুর্গা মা আর হাসছে কই?
কাঙাল বেশে পুরুত দেখি,
আরতি তার করছে ওই।।


রামপ্রসাদী সুরের মা গো,
ভাবের পুজো ভবের ঘর।
তাসের ঘরে হুড়মুড়িয়ে,
করছে পুজো অসুর চর।।


কার বা দুখ্ ঘোচাবে উমা,
এরা তো চায় অবোধ সুখ।
মার চোখেতে কয়েদী আলো,
ঝলসে দিচ্ছে মায়ের মুখ।।


দর্শক সব ক্লীব না হলে,
চলে কি পুজো রমরমিয়ে?
কেউ বোঝেনা কষ্টে মায়ের,
চোখের জল ঝরঝরিয়ে!!!