আলো দেখে মহাসুখে
ওড়ে পিপীলিকা,
রাত ফুরিয়ে দেয় বুঝিয়ে
মরণ পথে একা।


রঙে মাখা আঁখি ঢাকা
কোথায় যৌবন?
অন্ধকারে নিশি ঘোরে
লাটিম যেমন।


চোখ বিচারে কেই বা কারে
কতটুকু চেনে?
মন আঁধারে ঘুরে ঘুরে
জীবন প্রমাদ গোনে।


এমনি করে পিঁপড়ে উড়ে
বিজলি বাতি খুঁজে,
আলোর নেশায় বিপথে যায়
চোখ দুখানি বোজে।