রোজের এ জীবনের হদিশ মেলা ভার
কুমন্ত্রণায় বা যন্ত্রনায়  দেখি  অন্ধকার,
মোহময়ীর স্নেহ চুম্বন কিংবা ভালবাসা
কয়লাখনির থে‌কে হীরে পাবার আশা।


চারিপাশের  অজস্র  চেনা মানুষগুলো
দু'কদম না বাড়াতে চোখে দেয় ধুলো,
বহুকালের পরিচিত সঠিক পথে আজ
অচেনা, ভ্রান্ত কোনো মুখোশের সাজ।


সবকিছুই জেনেশুনে থাকবে মরুভুমি
থাকবে মরীচিকাও সেই দৃশ্যপট চুমি,
শুধু ওই লাভাস্রোতে পুঞ্জীভূত ক্ষোভে
পম্পেই শহরটা দেখো ভস্মীভুত হবে।