কবিতা চেয়েছিলাম -
তুলির টানের মত সুক্ষ,
আলিম্পন রেখার মত সুন্দর,
কলাবউয়ের মত লাজুক,
একটা কবিতা।


খসড়া পেলাম একটা -
দৈনন্দিন জীবনের মত দুর্গম,
আন্দোলিত মনের মত তীক্ষ্ণ,
বিভীষনা মূর্ত্তির মত আরক্ত,
একটা খসড়া।


পাশাপাশি রাখলাম দুটোই -
আমার চাহিদা আর প্রাপ্তি,
অনেক কাটাকুটি, যোগ বিয়োগ করেও -
দেখলাম সরলটা জটিলতর,
ডুব দিলাম জীবনাঙ্কের ছকে।


হারিয়ে গেলাম অতল..অতলে ..
কবিতা পেলাম না।
কবিতা! কোথায় তুমি!
তুমিও কি হারিয়েছ,
আমারি মতোন ..নীস্তব্ধ..কোনো অন্ধকারে..