একটা লাল গোলাপ দাও না আমাকে।
ওকে আঁকড়ে রাখবো বুকের গভীরে,
বারুদ গন্ধ কি গোলাপের থেকেও মিষ্টি,
যাবার সময় সেটাই কি মনে হয়েছিল?

কী এত যন্ত্রণা বা অতৃপ্তি ছিলো ঐ বুকে?
কি জন্য অকুল পাথারে ভাসালে আমায়?
একবার ভাবলে না উচ্ছলিত মেয়েটাকে!
যে তোমায় প্রাণভরা ভালবাসা দিয়েছিল।

জানিনা কোথায় আছ ফ্রান্সে না বাংলায়!
সে নিয়ে প্রশ্ন নেই, কাকেই বা প্রশ্ন করবো?
আজ তুমি যে সব ঠিকানার বাইরে রয়েছ,
ভাল থেকো, ভালবাসা ছিলো বলে বল্লাম।

ভুল করে ভালবাসা ছলে আজ আমি মৃত।
আমার লজ্জা,তোমার নিন্দা, পাথর আমি!
শুধু যে নবাগত বাড়ছে  এ দেহ বল্লরীতে
তাকে দেব বলে, কী রাখি? ভাবছি এখন।

আমাকে তুমি কিছু দেবে!  অলীক চিন্তা।
বাগিচা! লাল গোলাপটা দাও না আমাকে,
লাশে রাখবো  নয় দেব নবাগতেকে
রক্ত নিশান বলে ।  হায় রে ভালবাসা !!!

ভালোবাসি, হ্যা, আমি তোমাকেই ভালোবাসি।