- কি দেখছো?
- তোমাকে।
- আবার কি দেখছো?
- তোমার রাঙা ঠোঁট।
- ফের তাকিয়ে!  কি দেখছো?
- তোমার আঁখিপল্লব।
- দুষ্টু! এবার আবার কী দেখছো?
- তোমার চোখের তারা!
- ধ্যাত, ওখানে কি এমন দেখছো?
- আমাকে।
-  আমাকে!
- হ্যাঁ, আমাকে...আমাকেই।


  তোমার কালো চোখের
   তারায় ফোটা আমাকে,
   তোমার জীবন স্বপ্নেতে
   বাসর সজ্জার আমাকে,
   তোমার হৃদি নিঃসৃত
   প্রেম যমুনার আমাকে,
   আমাকে ...শুধু আমাকেই।