সবুজ প্রান্তরে আমি
প্রেম ছড়িয়ে দিলাম।
নীল আকাশের নীচে
বসে কপোতকপোতী।

জীবনভোর শপথ
একত্রে থাকবো বলে।
তবু স্বচ্ছতা অভাবে
ছাদে টালি রইলো না।

প্রান্তরের ফসলের
বাজার দর প্রচুর,
ভাসে তরঙ্গ ভেলায়।
তিনে মিলে এক নয়।

প্রচণ্ড বেগে ঘুরছে
বর্তমানের এ কাঁটা।
প্রত্যেকেই বহুদূরে
সকলেই ছাড়া ছাড়া।

আমি একা পড়ে আছি
সেই সবুজ প্রান্তরে।
আশ্চর্যভাবে সেটাও-
ধুসরতার আঁধারে।

অবশ্য এ স্বাভাবিক-
চোখে ছানি পড়বেই,
জীর্ণ হবেই শরীর,
স্বপ্ন ভেঙে চুরমার।

মরীচিকাতটে সন্ধ্যা-
পরশ পাথর খোঁজে।
হিসেবের ভুলে যদি-
তিনে মিলে এক হয়!

ভাবতে ভাবতে ভাবা,
আর এগোতে পারে না।
দুয়ে পৃথক আশ্রমে,
অবশেষ পরবাসী ।