পুকুরে ঢিল ছুঁড়ে
যে তরঙ্গের সৃষ্টি,
সে পারে যেতে চায়।


কোনো তরঙ্গ পার
খুঁজে পায়। কেউ বা
হারায় শূন্যতায়।


পুকুর বদলে সে,
সরসী বা নদীর
দেখা পায়, তবুও...


কিন্তু মহসাগর!
সব ঢিলই গিলে
লহরে অবিরাম।


যে নিজে মহাশূন্যে,
তার কী যায় আসে
হাত ফেরতা খাতে?


তার নিজের সৃষ্ট
সব ঢেউ কি আর,
পার নাগালে পায়?