চল না বন্ধু হাতে হাত রেখে চল না,
আয় না সময় ডাক দিয়েছে আয় না,
সামনেতে ওই পাহাড় চূড়া! থাক না,
সকল বাঁধাকে চুরমার করে, দল না।


দেখিস বন্ধু টপকে যাব এ বাধা সব,
তুলবোই প্রাণে আনন্দ তানে কলরব,
মুক্ত পথে যে বাসনারে করি অনুভব,
রাখবো দূরে মনের ক্লান্তি ও পরাভব।


চলতে শুরু করে দেখো বাঁধা,বাঁধা না,
জলের তোড়ে মুছে যাবে সব সীমানা,
দুরন্ত বেগে আসবে নতুন ভাবনা,
রক্তিম পথে উড়বে জয়ের নিশানা।


দেখবে কাছে পথ রয়েছে চলবার,
যা কিছু বাঁধা নির্ভয়ে কর তোলপাড় ,
জীর্ণ হলেও হিসেবটা নয় ভুলবার,
তাই প্রাচীনের অভিজ্ঞতাও দরকার।


সব বিপ্লব এগোনোর পথ, পায় না,
তা বলে তাকে, দূরেও রাখা যায় না,
পুরাতন গড়া ভিতের উপরে আয় না,
যত্নে সাজাই নতুন দিনেরই ভাবনা।