অনুর সন্ধানেতে ছিলাম,
তুমি আছ তবু নেই কেন?
বটগাছ আলোছায়া দিয়ে-
কণাদ সেজেছে নিজ গুনে।
তবুও আমি অনুসন্ধানে।


পাহাড়ে ধ্বস নামলো, কবে?
মাথা নীচু। উঁচু টিলা ক্লান্ত।
চারদিকে অবক্ষয় তবু-
ঝরনার কোমড় দুলুনি।
তুমি আছো,তবু দূরে কেন?


তিরতিরে শুধু ঘাম ঝরা,
আনন্দে! নাকি ক্লান্তি নিয়ে?
চরম পুলকে জাগা মনে,
সেই চোখে - অনুর সন্ধান।
"সব গোলমাল" হাঁকে কেউ।


"হেই তফাৎ যাও" - নয়তো!
বন্ধ চোখে অনু ঘুরবেই,
"সব ঝুট হ্যায়" - কবেকার
সেই কথা! তবু চিরন্তন,
অনুর কান্না থামার নয়.....।