উত্তাপ বাড়ছিল ক্রমশঃ
আগুনে কড়াই মাঝে ঘি।
হেঁটে বাদাম খাবার মত
বসে, নির্জন লেক পারে।


উথাল পাথাল হাওয়ার
গাছের দোলাগুলো মনে।
এখন বাতাস কিছু কম
নড়েচড়ে দু ডাল ঝোঁপে।


হঠাৎ বৃষ্টিতে রিমঝিম
টলমল পথ বেয়ে চলা।
পিচ্ছিল রাস্তাও কর্দমাক্ত
ডালপালাগুলো পরিশ্রান্ত।


দূরে রাখাল বাঁশি বসন্তে
শীতল আবেশে মুক্তধারা।
সবুজ ক্ষেতে স্পন্দন জাগে
চেতনাতে সৃষ্টির উল্লাস।