প্রতিটি নিশ্বাস তোমায় দিয়েছি,
খেলা ভেবে অবিশ্বাসে হারিয়েছ।
আজ রুদ্ধশ্বাসে তৃপ্তি খুঁজলেও-
একসুরে বাঁশি আর বাজবে না।


ভাসতে ভাসতে ক্লান্ত হয়ে ভাব,
পাশাখেলার বাজীতে লাভ বেশী!
চিরকাল তো লাভক্ষতি গুনেছো,
দেখনি তো রঙিন শালুক কলি।


জোয়ার হলে জলেতে মাছ আসে,
ধরা দেয় ভাঁটার টানের মাঝে।
সেই ভাঁটাই পলি বয়ে আবার-
সবুজের বিপ্লবে মন মাতায়।


জোয়ার ভাঁটায় ভরা এ জীবন,
তবু জোয়ার হার মানে অন্তিমে।
ভাঁটাই কেবল চিরন্তন ধারা,
যেথা নদী হেসে সাগরেতে মেশে।