সবুজ পাখিটা শিস্ দিতে দিতে
উড়ে গেল দূরে আকাশের দিকে,
রবিনহুড মনগুলো সব বুমেরাং
ভারাক্রান্ত মনে। নির্জনে নিস্তেজ।


কেউ বোধহয় ছিঁড়ে রেখে গেছে
রাস্তার দুধারে ফুটন্ত গোলাপ।
লাল পাঁপড়ি রাস্তায় লুটোপুটি,
পিঁপড়ের মিছিলে আমি চলেছি।


কাজ পাওয়া গেল করার মত।
চিন্তা? তাতে আমার কি দরকার?
পালের ভেড়া আগেরটাকে দেখে।
তার কাজ শুধুই পা চালাবার।


ধুলোয় লুটানো ইতিহাস আর
মুক্তির আলো কি চিনবে কখনো?
কোনো যাদুকর কি আসবে সেই
করুণ বাঁশি দিয়ে মন ভরাতে!


কিন্তু এ কি কোন বাঁচার হদিশ!
আবার প্রদীপ দাও আলাদীন,
ম্যাজিকে ছাড়া দানব, বিভীষিকা
নইলে কিছু হবার মত নেই।