পর্দার আড়ালে তবু
অবিরাম কাজ গড়া,
অন্ধমনে প্রতিক্ষণ
সামান্যই দেয় ধরা।


কল্লোল প্রবাহে চলে
শিরা উপশিরা ধারা,
নাট্যরূপ চরিতার্থে
অমলিন হাসি ভরা।


অগনিত পদক্ষেপে
জীবনের আলাপন,
পুতুল নাচবে ঠিক
যতটা নাচাবে মন।


প্রথম বাতাস থেকে
কান্না শুরু স্বীয় ভোগে,
চলমান সব মোহ
বিচিত্র আত্মিক রাগে।


বলতে পারে না কেউ
কেন, কাকে ভালো লাগে!
মিলন বাসর স্মৃতি
শেষ হয় তা দুর্যোগে।


মায়ায় কায়িক শেষ
নিছক এক কল্পনা,
খেলাঘরে তালাচাবি
যাত্রা পথে কাল গোনা।