ভালবাসবো বলে যখন ভালোবাসি,
দেখি বিশ্বজুড়ে পাগলামি,হাসিখুশি!
হাত তুলে নিই আপনার হাত ভেবে,
স্বপন সায়রে যাই ক্রমশই ডুবে,
ডুবতে ডুবতে যখন অতল মাঝে-
ভালবাসা কেন সাজে সাধারণ সাজে?
বিদায় বাঁশরী বাজে কোনো সুদূরেতে,
হারানোর ভয়ে ছুটে যাই জীবনেতে।
চেতনা আমায় তোলে অতলের থেকে,
হারাবার ধনও কোনো কি মূল্য রাখে?
বাস্তবতায় কল্পনা নেই, আমি আছি।
আমি ছাড়া হলে তারাদের কাছাকাছি!
স্বপ্নে যা ছিলো নেহাতই চমৎকার,
জেগে দেখি তায় চমক লাগে না আর।