বাগানের ওই গোলাপ আমার।
বুকের লাল কলজে জুড়ে রাখি,
কত নাটক কত না চিত্রপট,
কালের যাত্রাতে পথের হদিশ।


ডানামেলা পায়রার দলগুলো
চিঠি নিয়ে দেশ বিদেশেতে ধায়,
আকাশের বুকচিরে রাখে। না কী-
মিলিয়ে যায় অসীম শূন্যতায়?


মোটকথা গোলাপী হারিয়ে যায়
ছিন্নপত্র বোশেখী ঝড়ের রোষে,
দুই তরুণ তরুণী অসহায়
সুত্রবদ্ধ তবু কত না তফাতে।


আজ শুধু মাতামাতি তাড়াতাড়ি
নিজের জন্যে নয় মায়া জগতে,
ছাড়াছাড়ি কাড়াকাড়ি অবাস্তব
সম্পর্ক! কৌতুকময় ট্যাবলেট।


আর গোলাপ? দুর্গন্ধ শুস্কতায়।
বৃথা মুক্তি সন্ধানে কুহক গায়
মোহমুক্তি গান। শান্তি পারাবত
মরীচিকা সম স্বপ্নিল ভ্রমণে।  



বিশেষ দ্রষ্টব্য ঃ লেখাটি মন্তব্য বন্ধ রেখে 16/12 তে পাঠাতে বাধ্য ছিলাম । ডিলিট করে মন্তব্য খোলা রেখে আবার আজ পাঠালাম।