এক একটা রাত কেটে যায়,
অকৃতজ্ঞ রাত যখন ফুরায়
স্মৃতি রাখে ধুসর মরীচিকায়,
রাত কি তার হিসাবে কিছু রাখে?


ভাববে যামিনী অবকাশ কই!
তার চলনে যে দিনটাই মৃত।
আর কত এমন হত দিনরাত
স্মৃতিচারণে রাখতে বাধ্য হব!


আমাদের বয়স বাড়ে, না আয়ু
কমে যায়! তর্কের বিষয় বটে।
যেতে চাই না যুক্তি লঙ্ঘনে, তাই
নামামাত্র কাজ রেখে যেতে চাই।


পথিকের চাতক নজরে - বৃষ্টি
উধাও হয়ে যায়, আবার খরা।
ক্লান্ত পায়ে হেঁটে হেঁটে কতদূর
আর বইব এ শারীরিক যন্ত্রনা!