শুধু তোমার জন্যে কত না দিন কাটে,
অন্ধকারে আজ সব আলো টিমটিমে,
ভোরের আকাশে ঘন কুয়াশার ঘোর,
এর মাঝখানে অনাহুত পথ চলা।


একবার তখন মাথায় অসহ্য যন্ত্রণা।
মাথার শিয়রে বসা মাও উঠে গেল,
আমার সেবার ভার তোমার উপরে,
তবু কপালে হাত দাওনি সংকোচে।


চোখের আরশি বাস্প মেঘে ভরা ছিলো,
যেন বাঘিনীর ওৎ পেতে বসে থাকা,
সাম্রাজ্য সামলানো! তবু ঝাঁপ দিলে না।
প্রচণ্ড পিপাসা, স্বপ্ন সমাপ্ত।...এলে না।


জানি না ছোঁয়ায় তাপ বেড়ে যেতো কিনা?
তাই , দরজা ভেজিয়ে রেখে চলে গেলে।
চোখের লোনা জলেতে ঠোঁট ধুয়ে গেল,
আবার স্বপ্ন দেখার উদ্দাম বাসনা।


ঘুম নেই। বসন্তের ডালি প্রতীক্ষায়।
পলাশ রাঙা গাল কোকিল কুহুতান,
কৃষ্ণচুড়ার প্লাবনে- ফের আবিরেতে
সীমন্ত রাঙাবো! দরজা রেখেছি খোলা।