বকটা বকবক করছিল
মাইকের চোঙায়,
যেমন করে থাকে নিত্যদিন,
ধার্মিক বলে কথা!


মাছগুলো মনোযোগ দিয়ে
জলের মত গিলছিলো,
ওরা সব খাদকের রোলে
অভিনয়ে ব্যস্ত!
বিনিময়ে স্বর্গ সন্ধান,
কম কিসের?


কেউ খেয়ালই করে নি
শিকারি তাক করছিল।


কার স্বর্গ কে পায়!
শিকারির হাতে এখন
রক্তাপ্লুত বক,
ওরা এখন -
গভীর জলের মাছ।


ধর্মে বিভোর!