পদক্ষেপে ভুলভ্রান্তি ক্ষমাহীন অতীত
তবুও তা আঁকড়ে চলতে হয়।


বাগিচার গোলাপকে কেন দায়ী করো
যদি কাঁটা ফোঁটে?


রেললাইন নিজ পথে নিজে রাজা,
তাকে সমীহ করেই পেরিয়ে যেতে হয়,
দুর্ঘটনা এড়াতে সেটা প্রয়োজন ।


ফুলের সুগন্ধ সবার জন্য নয়,
আ্যলার্জী এখন অনেকেরই,
তবু ফুল ফোটে গন্ধ ছড়ায়।


একসময় ক্লান্তি চেপে ধরলেই
সূর্যের দহন দাহে,
সেও শুকিয়ে যায়।


রেখে যায় রেণুপুঞ্জ অসীম বিশ্ব মাঝে,
সেই নব সবুজ সন্ধানে -
যার আশায় আজো বসে দিন গুনে যাই।