মেঘলা বলে       ভয় কি পেলে
      সোনালি চাঁদ উঠবে,
ঝাঁপিয়ে বুকে   জিরোবো সুখে
      মনের আলো ফুটবে।
বলবো,ওগো       মিষ্টি মা গো
     এসেছে তোমার সোনা,
স্বপ্নের ডাকে         সুদূর থেকে
        এলেম চাঁদের কণা।


অবাক চোখে       দ'ুগাল থেকে
        জলের ধারা গড়ায়,
বলবে, ওরে        চিনতে তোরে
         ভুলতো হবার নয়!
স্বপনে তোর        রাত যে ভোর
      মাটির পিদিম জ্বেলে,
তোরই জন্যে        ছিলেম হন্যে
    কোথা ছিলি একা ফেলে?


ছিলেম কোণে      ঘুমিয়ে মনে
        গভীর ঘুমেতে একা,
বাঁশির সুরে          আবার ঘুরে
      পেলেম তোমার দেখা!
এমন কথা       শিখলি কোথা
     আমার পাগল সোনা?
তাঁর কাছেতে     যাঁর বাঁশিতে
      পেলে এ চাঁদের কণা।