এখন পাঁঠার মাংস নাগাল পেরিয়ে,
তাই শুধু মুরগির মাথা কাটা পড়ছে।
বেগুনের মধ্যে শ্রেষ্ঠ যে কানা বেগুন
আমরা না বুঝলেও, পোকায় তা বোঝে।
চাঁদের হাটে রূপসী আজকের নয়,
তাই বোধহয় গা সহা হয়ে গিয়েছে।
এভাবে আমাদের পথচলা-জানি না
কেমনে কানাগলিতে পৌঁছে,শেষ হয়।
পথই খুঁজে পায় না-কালের যাত্রাতে,
যদিও সেটাই তার চুড়ান্ত গন্তব্য।