প্রতিদিন সেই নিয়ম মাফিক স্নান,
সেই পুরুষ আতর গন্ধে মাতোয়ারা মন,
সেই বিনুনি খোলার নিয়মিত কেরামতি,
এক ঘেয়ে মাঝে মাঝে উদাসী হাওয়ায়।
তখন আর ইচ্ছে মত অঙ্গ ভেজাই না।
কোথায় আমার সেই জলে ঝাঁপাঝাঁপি?


তবুও কখনো কখনো মনের কোণায়,
ঘনকালো মেঘের থেকে পর্দা সরিয়ে -
আকাশের লাল আমার মুখ রাঙা করে।
পেখমমেলা ময়ুরের বাহন হয়ে যাই।
বৃষ্টি নামে লাজুক পদ্মকলির সীমানায়,
কেমন যেন হঠাৎই  দৃশ্য বদলে যায়।


নৈবেদ্য ভোগ তুমি উজার করে নাও,
আমার মায়াজলে তুমি স্নান সেরে যাও।
আমি গোপণ ভালবাসাকে উজার করে-
যত্ন ভরে মনের গভীর কোণে রাখতে চাই।
নীরবে জমাবো বিন্দু বিন্দু সিন্ধু মাঝে,
রোমাঞ্চকর আবেশে আরো একবার ।


একসময় বানভাসিতে মাটি কাঁদা কাঁদা,
ফসলের দিন গোনার সময় বুঝি শেষ।
লাঙ্গলের ফলক নিয়ে টোকা মাথায় চাষী
ব্যস্ত হাতে মাঠের জরুরি কাজে নিয়োজিত।
বীজবপনে মনোনিবেশ উপুর্যুপুরি।
সবুজ শীষে পূর্ণতায় ক্ষেত ভরে যায়।