বসনটি অনাবৃত,
চোখ পরশ প্রার্থী,
নির্মল সে জলরাশি,
শুধু কান্না আর হাসি।


বসন যেমন চায়,
প্রাণবন্ত চোখ দুটি,
উচ্ছল প্লাবনে জল,
খেলাধুলা ভালবাসা।


বসন নিয়ম মতো,
জিজ্ঞাসায় চোখদুটি,
শুধু প্লাবনে ঘাটতি,
দৌড়ে ব্যস্ত এ জীবন।


বসন স্বীয় বাঁধনে,
আপন খোঁজায় চোখ,
প্রবল উচ্ছ্বাসে জল,
মন আর মন খেলা।


বসনেতে আকর্ষণ,
তবু লজ্জিত নয়ন,
দেখি অন্য পাত্রে জল,
পরঘরে পদার্পণ।


বসন আঁচলে বন্দী,
বুদ্ধিদীপ্ত স্থির চোখ,
স্থিতিশীল জলে ভাসা,
নদীর  দুকুল রক্ষা।


অহং বর্জিত  বসন,
নজরে নজরদারি,
চিরস্রোতের জল,
সনাতন গীতাঞ্জলি।


শ্বেতশুভ্র বসনেতে,
জ্যোতি শূন্য দু নয়ন,
জল সমুদ্রে অতল,
যাত্রা শুরু খেয়াপারে।