তবে আমি যাই....


যেখানে নীড়হারা পাখিরা এসে শীস দেয়,
ভাষার উপরে ভেসে জীবনের গান গায়,
শিহরণে আরেকবার চঞ্চল হই আমি...


যেখানে তটিনীর কলকল উচ্ছলতায়,
জেগে ওঠে আমার প্রথম সজীব লহর,
মন ভেসে যায় নবীন উদাসী হাওয়ায়...


কিংবা যেখানে দূরে সুগম্ভীর বজ্রনিনাদে,
কোনো বিদ্রোহী পদধ্বনি গর্জন করে উঠে-
দিগ্বিদিকে চিত্তের অপূর্ণ জাগরণ খোঁজে..


মন বলে একবার যাই, পাশে দাঁড়াই।


আমি তবে যাই ...


একবার ঘুরে আসি তোমার পৃথিবী ছেড়ে,
সীমাহীন অনন্ত নীল গালিচা লক্ষ্য করে-
যেখানে জ্যোৎস্নাতে আনন্দে চাঁদ ঢলে পড়ে।


সেই তারাদের দেশে একবার যেতে চাই,
সুখ ভাগ করে নিতে চাই সকলের সাথে,
আমার অতীত, বর্তমান বা ভবিষ্যতের।


আমি সবকিছু পারি, যদি আমিকে হারাই।


তবে আমি যাই .....