(আমার দেখা ঘটনাটি সত্য।)


একদিন নিশিকন্যার ডাকেই
দরজা পেরিয়ে পা রেখেছিলাম।
রাতের নগরী বুকে টেনে নিল।
মায়ের কান্না মায়াকান্না ভেবেই,
অতলে তলিয়ে ফিরতে পারিনি।


বাবার অতুল ঐশ্বর্য ধোঁয়ায়,
ভুল স্বর্গের আমি মরীচিকায়।
রাজা সেজে যেখানে যাত্রার শুরু,
সেখানে বন্ধুরা ক্রমাগত শেষ।
আমি নিঃসহায় জীবনে এখন।


টাকা নেই,  রাতপরীরা আসে না,
বসতবাড়ি ধারশোধে নিপুণ।
হোটেল জীবন শেষের প্রহরে।
তবুও নেশা ছাড়েনা ছুটে যাই
অসাধু মনেতে সাধুসঙ্গ করি।


প্রচণ্ড প্রহারে তাও ছেড়ে দিয়ে,
ভিক্ষুক হয়েও, জীবন যায় না।
বড় মায়া অসুস্থ দেহের প্রতি,
মরণও আজ আমাকে ডরায়
বোঝেনা জীবিত না মৃত কঙ্কাল!