আমি কারো মনমত নই
কেউ কি আমায় দেয় সাথ?
কত না শত ভাবনা যত
চলে অবিরাম দিন রাত।


নানান মন নানান জন
খুঁজতে বসে কারণ তার ,
নানা সমাজ নানান রাজ
শুধু বৃথা খোঁজ বারংবার।


বোঝাপড়া বা মন গড়াতে
হও যদি সবে আগুয়ান,
দেখবে ভেবে সহজ তবে
একসাথে হতে বলীয়ান।


আসল কথা মননে চিন্তা
রেখে যদি ভাব একবার,
বুঝবে চিন্তা-চিন্তাই নয়
চলবার পথ পরিস্কার।


ভাবতে গিয়ে ভাবনা যেন
একপেশে না কখনো হয়,
নিজের দোষ না ঢেকে বাবা
দেখ না কিসে দ্বন্দ্ব রয়?


শুধরে নাও ভুলটা তুমি
অহংকারকে রাখ দূরে,
অনেক পথ সামনে পাবে
মিলতে চায় যা একসুরে।


এভাবে আজ সবার পথ
নিজের পথে মিলিয়ে নাও,
জীবন তরী চলার পথে
মন সায়রে ভাসতে দাও।