সেই কবে এসেছিলাম মায়ের নজরে,
মনেও পড়ে না। সেটা কি মাতৃদিবস?
না আমার জন্মদিন, উত্তর কে দেবে?


তরতরিয়ে লতারা বেড়ে ক্ষেত ভরায়,
আগাছার বেশে দেখি বিছুটির উপহাস।
পিছনে ফেরার পথ জানা নেই আমার,
বুনোগন্ধে ঘাড়গুজে কিসের হিসেব?


যম মায়া নিয়ে খেলে, তবু আমি বেঁচে!
তোমরা যাই বলো আমার কেবলই
মনে হয় 'মরিনি বলেই বেঁচে আছি।'


বাঁচা মরার মধ্যে যে জগতটা আছে,
সময় এসেছে বুঝি তাকে জানবার।