মাঘীশুক্লা  পঞ্চমীতে  দেবী সরস্বতী
হংস  'পরে অধিষ্ঠিতা। ধবল  বসনে
বীণা  ঝঙ্কারিয়া মাতা, কমল  নয়নে
ধরাধামে এযে আজ মহাপূণ্য তিথি!
তব  নিধি  বরপুত্র, মূর্খ  কালিদাস-
বিক্রমাদিত্যের মত জ্ঞানীর বিশ্বাসে
নবরত্নে ঠাঁই পেলো, তব শুভাশীষে।
কবির কবিতা ছিলো প্রাণের প্রকাশ।


ব্রহ্মার ঘরনী মাগো,দীপ্ত দীপ জ্বালি-
জ্ঞানরশ্মি বিতরিয়া জাগাও বিশ্বকে;
হংস ব্রহ্মার চিহ্ন, জানে সর্বলোকে।
তদ বলে জাগৃতি মা, দেহ পদধূলি।
পূর্ণতা চাইনা মাগো শূন্য করে দাও,
তব আশীর্বাদে সেই,শূন্যতা ভরাও।