আয়রে আমার  এ মন মাতাল    কৃষ্ণচূড়ার কন্যা,
আয়রে আমার ফাগুন হাওয়া উড়িয়ে আসা বন্যা।
           আয়রে পলাশ আয়রে শিমূল,
           আয়রে আমার উদাস বাউল,
তোদের আশায়  তোদের নেশায়   বসন্ত দেয় ধর্না,
কেন ভাবিস না তোরা না থাকলে বসন্ত হবে শীর্ণা?


           দোলের দোলায়     এ মন হারায়,
           আবিরে রাঙিয়ে সাথী খুঁজে পায়,
তবুও কেনরে মনের গভীরে বাউল মনটা পাই না?
কেনরে তুই নিজেকে লুকিয়ে আমায় দেখা দিস না?


            আয়রে আমার মনের মানুষ,
            তোরই লাগি যে হারিয়েছি হুঁশ,
এখন বেহুঁশ    মনটারে নিয়ে    বসন্ত গানে ভর না,
এরাই আমার  জীবনে ভরার  অন্তিম যত বাসনা।